মালদা

মালদা জেলার পৃথক পৃথক জায়গায় পথ দুর্ঘটনা আহত ১০ জন বাইক আরোহী

প্রায় দিন একের পর এক পথ দুর্ঘটনায় প্রান হারাচ্ছে বহু মানুষ।মালদার কালিয়াচক, গাজোল সহ বেশ কয়েকটি ব্লকে বাইক দূর্ঘটনায় আহত  ১০জন। প্রত্যেকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রীর সেভ ড্রাইভ সেভ লাইফকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে হেলমেট হীন ভাবে জাতীয় সড়কে চলাচল করছে একাধীক বাইক আরোহী। ইতিমধ্যেই জাতীয় সড়কে দূর্ঘটনা প্রবন এলাকা চিহ্নিত হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তাস্বত্বেও একের পর এক হেলমেটহীন মোটর বাইক দূর্ঘটনার কবলে পরছে বাইক রোমিওরা। এদিনও মালদা জেলার ৩৪নম্বর জাতীয় সড়কে বাইক দূর্ঘটনায় আহত হয় ১০বাইক আরোহী। তবে এই ধরনের ঘটনায় চিন্তার ভাজ পরছে প্রশাসনিক কর্তাদের। 

                 যদিও অভিভাবকরা জানাচ্ছেন হেলমেটহীন দ্রুত বেপরোয়া গাড়ি চালানোর ফলে এই ধরনের দূর্ঘটনার কবলে পরছে বাইক আরোহীরা। তবে পথে বহু গাড়ি বেপরুয়া ভাবে দ্রুত গতিতে চালানোর জন্য অনেক সময় বিপাকে পরতে হয় হেলমেট পরা বাইক আরোহীদেরও।